আমি সেই কবি
যার কবিতা কেউ পড়েনি
যার লেখনী কেউ দেখেনি।।।
আমি সেই কবি
যার নাম কেউ শোনেনি।
আমি সেই কবি
যার কবিতার অক্ষরে রয়েেছ
তার হৃদয়েের জটিলতা।
আমি সেই কবি
যার কালির দো৺য়াত এখন পূূূণ।।
আমি সেই কবি
যে ব্যর্থ হয়ে আছে।
আমি সেই কবি
চেয়েছিল যে প্রকৃতির সাথে ছলনা করতে , পারিনি।।।
আমি সেই কবি
যে জানল প্রকৃতি যে বহুরূূপী
যার ছলনায় সকল জীব চলে।।।
আমি সেই কবি
যার কবিতা ধ্বংসের মুখে পড়ে আছে।
আমি সেই স্রষ্টা
যিনি মানবতার কবিতা মানুষ রচনা করেছে।।।