#মাতৃঋণ
এক পড়ন্ত সময়ের টানাপোড়েনে
আমর প্রতিবেশী পল্লী পুড়ে গেলো আগুনে
এক বিধবা মা কে তার সন্তান লাথি মারছে
আর আমি আমার কবিতা ঘরে শুয়ে দেখছি একটা
ক্ষয়ে যাওয়া বিছে
মা দৌড়ে আমার কাছে নিরাপত্তা খুঁজতে আসে
আমি শেষমেষ নিশ্চুপ দ্রোহ ছড়াতে গিয়ে পিছু পিছু বিলীন...
মনে হয় সভ্য সমাজের আসল চেহারা আমি খুঁজে পেলাম আমার মধ্যেই
মাকে টানা হচ্ছে, মায়ের চোখে জল ফোঁটা ফোঁটা
ধুলোতে লুটিয়ে থাকা মায়ের আঁচলে এখনো জাগ্রত মাতৃঋণ
জঠর আজও মলিন হয়ে ছড়িয়ে দিচ্ছে পুত্র কে
এক আশ্চর্য আশীর্বাদী দিন
হে ইশ্বর!
তুমি সুচালো তরোয়াল হয়ে ঢুকে পড়ো পুত্রের মস্তিষ্কে আঘাত করে বলে ওঠো
"কুপুত্র যদিও বা হয় কুমাতা কখনো নয়"
@Arnab.